ইংরেজি শিখতে চাই, ইংলিশ বই pdf, ছোটদের ইংরেজি শেখার বই, ইংরেজি pdf বই, tense শেখার সহজ উপায় pdf, ইংরেজি শেখার গুরুত্ব রচনা, ইংরেজি গ্রামার শেখার সহজ উপায়, ইংরেজি ছোট গল্প, ইংরেজি বেসিক, ইংরেজি রিডিং পড়ার নিয়ম, ইংরেজি পত্রিকা অনুবাদ, ইংরেজি শেখার মুভি, ইংরেজি কিভাবে শিখবো, ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ, ইংরেজি শেখার কোর্স, ইংরেজি বানান শেখার সহজ উপায়, ভোকাবুলারির জন্য ভালো বই, ভোকাবুলারি প্রস্তুতি, ইংরেজি শেখার apps, ইংলিশে কথা বলা, ভোকাবুলারি কি, বানান শেখার উপায়, ইংরেজি শিখুন সহজ পদ্ধতিতে- learn english, ৩০ দিনে ইংরেজি শেখা, ইংরেজি শিখুন সহজ পদ্ধতিতে, ইংরেজীতে কথা বলার টিপস, spoken english কিভাবে শিখব, ইংরেজি বানান করার কৌশল, ইংরেজি শেখার বই, ইংরেজি প্রয়োজনীয় শব্দ,

আসছালামু আলাইকুম, বন্ধুরা.
কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন।
tech-newsbd.com-এর পক্ষ থেকে আমি খাইরুল ইসলাম (হানজালা).


আমরা ইংরেজীর কথা শুনলেই, অনেক কঠিন বলে মনে হয়। ইংরেজীকে অনেকেই ভয় পায়। তার প্রধান কারণ হলো- প্রথমত এটি একটি বিদেশী ভাষা। দ্বিতীয়ত ইংরেজী শিক্ষার সঠিক পদ্ধতি আমরা জানি না। 

আজ আমি আপনাদের সাথে কিছু সহজ টিপস শেয়ার করব। যার মাধ্যমে আপনি অতি সহজে ইংরেজীতে দক্ষতা অর্জ্ন করতে পারবেন।

বছরের প্রথমেই অন্য কোন প্রাইভেট শুরু না করলেও ইংরেজীটা ঠিকই শুরু করে দেই। তারপর ও আমরা ইংরেজীতে ফেল করি। আসলে সবদোষ শিক্ষকদের নয়। কিছুটা দোষ আমাদেরও আছে।

আমাদের দোষটা হলো- আমরা ক্লাস ৬ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে প্রতি বছর নতুন করে একটি English Grammar বই ও Model Question কিনে থাকি| ফলে ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে যদি অনেক কষ্ঠ করে “The Student life” বা অন্য কোন রচনা মুখস্থ করে ফেলি, কিন্তু ক্লাস ৭ম শ্রেণীতে উঠে যখন আবার নতুন করে বই কিনি সেই একই রচনা আমরা শিখি। এভাবে প্রতি নতুন ক্লাসে ওঠার পর প্রতি বারই একই রচনা বার বার মুখস্থ করি। এটার আমাদের প্রথম দোষ।

[টিপস: বাজারে ইংরেজী মুখস্ত পড়া পরার কিছু নিদিষ্ঠ বই রয়েছে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পযর্ন্ত চলবে, এই ধরনের একটি বই কিনুন এবং সকল মুখস্থ পড়া ঐ বই থেকে পড়ুন।]   

আমাদের ২য় দোষ হলো- আমরা শেখার আগেই সেটাকে কঠিন বলে মনে করি। সে কারণে ইংরেজী কখনোই আমাদের কাছে সহজ বলে মনে হয় না। আমাদের মধ্যেই অনেকেই আছে যাদের বাসায় ইংরেজী শব্দার্থ্ শেখার কোন ডিকশনারী পযর্ন্ত্ নেই। ফলে আমরা না বুঝে ইংরেজী মুখস্থ করে থাকি। যে কারণে আমরা অতি তারাতাড়ি মুখস্থ পড়াটা ভূলে যায় এবং প্রতি বছর একই রচনা বা মখস্থ পড়া বার বার শিখি।

[টিপস: মুখস্থ পড়া শিখার আগে ডিকশনারী থেকে কঠিন শব্দের অর্থ্ জানতে হবে, প্রয়োজনে কঠিন শব্দের পরিবর্তে সহজ শব্দ ব্যবহার করে শিখতে হবে এবং বাংলা সহ শিখতে হবে।]

আসলে শিক্ষকদের দোষ বলতে কিছু নেই। কারণ একজন ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যখন কোন শিক্ষকের কাছে পড়তে আসে। তার মানে সে অবশ্যই ৫ম শ্রেণী পাশ করেই ৬ষ্ঠ শ্রেণীতে উর্ত্তীণ হয়েছে। অতএব, ক্লাস ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর যতটুকু ইংরেজী জানা প্রয়োজন, তারও সেই পরিমাণ জানা আছে। ফলে বাকি শিক্ষার্থীদের সাথে তাকেও গণ্য করা হয়। এখানে শিক্ষকদের দোষ কখনোই বলা যাবে না। তবে আমাদের মধ্যে অনেক শিক্ষক আছে যারা শিক্ষাটাকে একটি ব্যবসায় বানিয়ে ফেলেছে। তারা শুধু টাকার জন্য শিক্ষকতা করে থাকে। যে কারণে ক্লাসে ও প্রাইভেটে পড়ার মধ্যে অনেক পাথর্ক্য সৃষ্ঠি হয়ে। ক্লাসে পড়া বুঝানের প্রতি তেমন গুরুত্ব দেয় না, কিন্তু প্রাইভেটে সেটা অবশ্যই করে থাকে। তাছাড়া, অনেক শিক্ষকদের পড়ার টেকনিকের পাথর্ক্য আছে। যা সে কথা বলার প্রয়োজন নেই।

আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি- “I went to school yesterday” যার সঠিক অর্থ্ হলো-“আমি গতকাল স্কুলে গিয়েছিলাম”। কিন্তু আমরা এর অর্থ্ যদি এভাবে প্রকাশ করি-“আমি স্কুলে গিয়েছিলাম গতকাল” বা “গতকাল আমি স্কুলে গিয়েছিলাম”। এমন কেউ কি আছে যে এই দুটি বাংলা বাক্য বুঝি নাই ?  

আশাকরি এমন কেউ নাই। এই ইংরেজী লাইনটা মানে হলো। আমরা অনেক সময় ইংরেজী শেখার সময় এর সঠিক বাংলাটা শিখি। ফলে ইংরেজী এমন কিছু “Word” রয়েছে যার অর্থ্ সঠিক বাংলায় আসে না। যেমন- is, am, =are, to, of, from, about,between, have, has etc.  

তাই এগুলোর অর্থ্ আমরা জানার চেষ্ঠার করি না। যে কারণে আমরা ইংরেজী গ্রামারে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারি না। অতএব, আমরা ইংরেজী শেখার সময় কখনোই সঠিক বাংলা শিখবনা। বরং ইংরেজীর বাংলাটাকে মনে রাখার চেষ্ঠা করব। তাহলে সহজেই ইংরেজী শিখতে পারব ইনশাল্লাহ। 

লেখাগুলো কেমন হলো অবশ্যই Comments করে জানাবেন। তাহলে আরো ভালো কিছু লেখার উৎসাহ পাব। সহজে ইংরেজী শিখার জন্য আমি আপনাদেরকে কিছু রচনা শেয়ার করব যা থেকে আপনারা রচনাশেখার সঠিক টেকনিকগুলো জানতে পারবেন। আর আপানদের কোন প্রকার প্রশ্ন থাকে বা কোন মুখস্থ পড়ার সহজটি জানার প্রয়োজন হয় তবে অবশ্যই Comments করে জানাবেন।  


Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: